শনিবার, ১০ অক্টোবর, ২০২০

কালবৈশাখী



 _____"কালবৈশাখী-(শততম প্রয়াস)"_____

            মোঃশরীফুল ইসলাম শান্ত


                 আকাশে কালো মেঘ,

                  বাতাসের প্রবল বেগ,

               বৃক্ষের পাতা ডালের শব্দ,

                জেগে উঠে সকল নিস্তব্ধ।


বৈশাখের ঝড় শুরু,

দূর কোন নাম না জানা গ্রামে;

পড়ছে শিলা কৃষকের বুকে,

খবর পাই মুঠোফোনে।


          শততম কবিতা লিখে যায়,

     অখ্যাত কোন এক কবিতা প্রেমী ,

        কঠিন শব্দ পারি না লিখিতে,

         এই কালবৈশাখীর নিশিতে।


আমার কবিতা পাঠ করে,

কেউ কখনও হাসবে প্রাণ খুলে,

কেউ হয়ে যাবে নিস্তব্ধ,

কেউ কাঁদিবে ওরনার আড়ালে।


       সমলোচনা আলোচনার ভিড়ে,

             কালবৈশাখীর ঝড়ে, 

    উড়ছে পতাকা পত পত কলররে,

       সবুজ ঘাসে লালের আবরণ-

    কোন যে ধর্ষিত নারী বহন করে।


বৈশাখের ঝড় উড়ে নিয়ে যাক,

সব কুলষিত রূপ,

মানুষ মন হোক পরিষ্কার,

থাকবে না পৃথিবীতে অসুখ।

2April2020

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন