শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

শেষ নিশ্বাস

 ★ ★ ★ "


শেষ নিশ্বাস
  "★ ★ ★

      মোঃশরীফুল ইসলাম শান্ত


একদিন আমার লাশটাও থাকবে কফিনে,

সবাই দোয়া কইরো,

ভালো যেন থাকি পরকালে।


সময় যাচ্ছে চলে,

সময়ের পালাক্রমে,

জয় পরাজয়ে,

জীবন যুদ্ধের বজ্রপাতে।


ছিলাম একদিন শিশু,

বুঝতাম না কিছু,

শৈশব পার করে কৈশোরে,

জীবনে পেয়েছি অনেক কিছু।


মরে যাবো একদিন,

চলে যাবো একদিন,

ভালোবেসে যেও ততদিন,

আমায় মনে পড়বে যতদিন।


কোন কিছুই আসবে না কাজে,

যখন চলে যাবো আমি দুনিয়া ছেড়ে,

তোমরা শুধু পড়িও ইখলাস,

করিও দোয়া আমার পানে।


মহান সৃষ্টিকর্তা আল্লাহ্ তোমার কাছে,

বিনয় প্রার্থনায় আমি যে;

দিও খোদা আমার মরন,

নবীজির রওযামোবারক সম্মুখে,

তোমার সিজদায় ক্রন্দনে,

নবীজির ভালোবাসা আমার স্পন্দনে,

শেষ নিঃশ্বাস ছাড়িতে পারি যেন,

মুমিন ইমানদার নবীজির উম্মত হয়ে।


করিও দাফন মসজিদের পাশে,

শুনিতে পাই যেন-

নামাজিদের তেলোয়াতের ধ্বনি,

আমি থাকিতে চাই বেঁচে,

তোমাদের প্রার্থনার মাঝে।

19Oct2019

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন