♦🌙♣♠"বাঙালী মুসলিম"♠♣🌙♦
মোঃশরীফুল ইসলাম শান্ত
বৈশাখের ঝড়ে রহমতের বৃষ্টি,
ঝরছে অপার সৌন্দর্য; মুগ্ধ দৃষ্টি,
নববর্ষের রঙিন সাজে,
ঢেলে দিল জল ধরিত্রীর মাঝে।
শবে মেরাজের রজনী,
পবিত্র মুসলিমের কাছে,
পহেলা বৈশাখ সম্রাট আকবর প্রিয়;
জুড়ায় বাঙালীর প্রাণ।
চাঁদ দেখে শুরু পবিত্র হিজরী সন,
সূর্য দেখে শুরু বাঙালীর সন,
ইংরেজি সনের ব্যাপ্তিতে দুই রেখা ২০১৮ সনে-
একই বিন্দুতে দীপ্তিমান।
সত্য ধর্ম ইসলাম,
ভুল শুনি নাই ভাই আমি,
রক্তে আমার ইসলামের বাণী,
পহেলা বৈশাখে সৃষ্টিকর্তার নিকট নত প্রাণ।
ইহকালের পরিচয় আমি বাঙালী,
ইহকাল পরকালের পরিচয় আমি মুসলিম,
দুইটিই আমার কাছে দামী,
গর্ব করি বাঙালী মুসলিম আমি।।
14April2018

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন