শনিবার, ১০ অক্টোবর, ২০২০

রহমতের প্রতিদান


 🌴🌙🌴 "রহমতের প্রতিদান" 🌴🌙🌴

            মোঃশরীফুল ইসলাম শান্ত

 রমাদানের রহমত করেছিলে আমাদের দান,

    আমরা কি দিতে পেরেছি তার প্রতিদান!

             হয়েছিল মসজিদে আযান,

       আমরা কি দিতে পেরেছি তার মান!


       তবুও তুমি মাফ করে দিও পরিত্রাণ,

               আমাদের করিও না ম্লান , 

       যেমনই পরিষ্কার হয় করিলে স্নান;

           রেখেছি রোজা করিনি পান;

             তুমি সৃষ্টিকর্তা রহিম রহমান,

            রহমত করিও আমাদের দান।

27May2018

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন