☁⛅🌧" ঝাকানাকা আবহাওয়া "🌦🌥⛅
মোঃ শরীফুল ইসলাম শান্ত
মনোরম পরিচিত দেশ,
প্রকৃতির সৌন্দর্যের নেই শেষ,
আজ লাগছে দেখতে বেশ;
আমাদের প্রিয় সোনার বাংলাদেশ।
মৃদু ঠান্ডা হাওয়া,
টিপটিপ বৃষ্টির ফোঁটা,
চলছে ঢাকার হ্রদে নৌকা,
লাগছে ভীষণ একা।
আজ কবিরা আনমনা,
আজ প্রকৃতিতে সুরের মূর্ছনা;
ঝাকানাকা মনে ; শরীর দেয় দোলা,
মনে জাগে অপূর্ব ভালোবাসা।
29Oct2018

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন