শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

ভালোবাসার হিয়া

 ♪♪____"ভালোবাসার হিয়া"___♪♪

৷৷   মোঃশরীফুল ইসলাম শান্ত  ।। 


আমি স্বপ্ন দেখি,

বেঁচে থাকার স্বপ্ন,

আমার স্বপ্ন জুড়ে এক মুখ,

দেখিলে লাগে এই হৃদয়ে সুখ।


স্বপ্নের চেয়ে অধিক তুমি,

ভালোবেসে যাই তাই আমি,

আমার স্বপ্নবিলাসী সম্পূর্না;

তোমায় ধারন করে আমার হিয়া,

তুমি কি আমার সেই রিয়া। 


ভালোবাসার আছে শুরু,

নেই তো এর শেষ;

তার ভালোবাসায় সিক্ত আমি,

আমার মন জুড়ে শুধুই তুমি।


তার এলো কেশের প্রেমে মুগ্ধ,

তার রাগে হয় না খিপ্ত,

তার বসবাস আমার হৃদয় জুড়ে,

থাকবে সে আমার মাঝে,

যুগান্তরের যুগে যুগে।

04Dec2018


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন