১১৯)_______"করোনা"________
মোঃশরীফুল ইসলাম শান্ত
বিশ্ব আজ কষ্টে কাঠিন্য,
মানুষের মন অচৈতন্য,
আমরা খোদা নগন্য,
তোমার দয়া অসামান্য।
করোনা তুমি দয়া করো;
নিয়ে যেও না আর প্রাণ,
তুমি যে কত প্রাণঘাতী ;
চাইনা আমরা তার প্রমাণ।
সমগ্র ধরিত্রী থমকে গেছে;
তোমার আগমনে,
মৃত্যুর ভয়ে আতঙ্কিত সবাই;
আজ প্রতিটি পলকে।
প্রতিরোধের চেষ্টায় সবাই-
পাচ্ছেনা কোন ঠিকানা;
কি এন্টিবায়োটিক দিবে বলো,
তুমি যে সবার অচেনা।
অবশ্যই তুমি আল্লাহ-র দেয়া;
শাস্তির একটি রূপ।
আমাদের গুনাই;
ডেকে এনেছি তোমায়,
থাকছি এখন হোম কোয়ারান্টাইন!
ক্ষমা চাচ্ছি হে ক্ষমাশীল,
অতীতের পাপের জন্য!
রক্ষা করুন আপনি আমাদের
ফিরিয়ে দিয়েননা খালি হাতে।
করোনার এই ক্ষত থেকে,
রক্ষাকরো আমাদের,
আপনি ছাড়া সাহায্য করার,
কে আছে আমাদের!
এই সংকটে সবকিছু;
স্বাভাবিক করে দাও,
পাপ মোচন করে তোমার বান্দাদের,
আবার আপন করে নাও!
বিপদে আপদে তোমার কাছে-
ফিরে যেতে চায় বারবার,
তুমিহীনা যে আমাদের-
যাওয়ার কোন পথ নাই।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন