🌙 🌙 🌙 "ঈদুল ফিতর" 🌙 🌙 🌙
মোঃশরীফুল ইসলাম শান্ত
রহমত মাগফেরাত নাজাত,
তিন দশক নিল বিদায়;
রমাদানের পূর্ণতা কি করতে পারলাম আদায়,
জানে শুধু মহান সৃষ্টিকর্তায়।
তাকওয়া অর্জনের মাস,
কদরের রাতে কান্নায় দীর্ঘশ্বাস,
গুনাহ থেকে পাবে মুক্তি ;
মুসলিম উম্মাহর বিশ্বাস।
ঈদুল ফিতরের সকালের স্নান,
চলে যাবে সকল ম্লান,
বিশ্বনবীর উম্মতের রাখবে মান,
মহান ক্ষমাশীল আল্লাহ্ মহান।
মায়ের পদতলে সন্তানের সালাম,
আজ রোজা রাখা হারাম,
আনন্দে আনন্দে গরীবকে দিবো দিরহাম,
নবীজিকে জানাবো সালাম।
ঈদ মোবারক ঈদ মোবারক,
কোলাকোলিতে সুবাসিত দিনরাত,
আল্লাহ্ প্রিয় বান্দাদের করেছেন মাফ,
দুনিয়াতে হয়েছে আজ গুনাহ সাফ।
04jun2019



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন