শনিবার, ১০ অক্টোবর, ২০২০

রাজনীতির মারপ্যাঁচ


 🙊🙉🙈 রাজনীতির মারপ্যাঁচ 🙈🙉🙊

           মোঃশরীফুল ইসলাম শান্ত

       যাদের জন্য করলাম আমি ত্যাগ,

 তারাই আজ বলে আমায় অন্য জায়গা দেখ,

       রাজনীতি করেছে আমায় ব্যবহার,

              শেষে এসে দিল ধিক্কার।


সবাই করে যে কাজ,

আমি করলেই দোষ,

বুঝি না আমি এ কেমন রাজনীতি ;

রাজপথের সহযোদ্ধারা শেখায় নীতি।


                 রাজনীতির মারপ্যাঁচ,

                       বুঝা খুব দায়,

                 কখন কে কেমন হবে,

                    তা বুঝাও অন্যায়।


রিক্ত আমি সিক্ত আমি,

ক্যাম্পাসের ময়দানে,

আছে আজও ভালোবাসা;

তার মূল্য কি কেউ দিবে!

29April2018

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন