১২০)*************- গৃহবন্দী জীবন -**************
মোঃশরীফুল ইসলাম শান্ত
গৃহবন্দী জীবনের আরেকটি রাত
যাচ্ছে চলে বৃষ্টির ফোঁটায় ফোঁটায়,
পুরো দেশ নিস্তব্ধ ; সবাই আজ জাগ্রত-
অনলাইনের পাতায় পাতায়।
দিন যাচ্ছে কেটে,
কাউরো চায়ের কাপে,
প্রতিটি চুমকের স্বাদে,
অন্তহীন চিন্তার অবাধ শৃঙ্খলে।
স্বপ্নচারীর দুঃসাহসিকতা রয়েছে থমকে,
লেখকের কলমে জমে উঠছে না রস ; নিরবে নিভৃত,
ডাক্তার আজ সৈনিক ; লড়ছে সম্মুখ পানে,
কর্ম থাকুক শত আজ সব হয়েছে গত।
সৃষ্টিকর্তার লীলাখেলা,
ঘর আজ মসজিদে রূপান্তরিত,
সিজদারত মানুষেরা,
চিরকাল সৃষ্টি রবে নত।
আরেকটি দিনের শুরতে,
মুয়াজ্জিনের আযান ; মসজিদে মসজিদে,
রাতের আড়ালে সূর্য হাসে,
ধরিত্রীতে লড়বে ; মনুষ্যে মনুষ্যে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন