------------------- " রুদ্ধশ্বাস " -------------------
মোঃশরীফুল ইসলাম শান্ত
ক্রন্দনে ক্রন্দনে সিক্ত আমি,
তবুও পায় না কাউরো খোঁজ,
কে দিবে আজ আমায় ;
কে দিবে আজ আমায়;
সান্তনা?
ফেলিতেছি রুদ্ধশ্বাস।
ক্লান্ত আমি শান্ত আমি,
পরিশ্রান্ত আমার ক্ষোভ,
সব বিষাদ গিয়েছে মুছিয়া,
অপবাদ লাঞ্ছনা।
জীবন যুদ্ধে পরাজিত সৈনিক,
দুই জগ্যতের এক বণিক,
রবো দুনিয়ায় ক্ষণিক
হেরে যাচ্ছি জীবন খেলায় দৈনিক।
রঙ্গমঞ্চের দুনিয়ায়,
যে পারে অভিনয়,
তার-ই তো রয়েছে জয়,
আমার শুধু পরাজয়।
23Jun2019

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন