"আনমনে"
মোঃশরীফুল ইসলাম শান্ত
আমার ছবি কি নেই তোমার এ্যালবামে,
আমায় কি ভুলে গেছো এই জীবনে,
আর কি ভালোবাস নাই,
নাকি কখনও ভালোবাসোনি -
এই ভুবনে।
তুমি নেই আমি শুধু আছি,
আমি শুধু একা বেঁচে আছি,
তোমার দেওয়া সেই অভিনয়;
ভালোবাসার কারণে।
নিঝুম রাতে আঁধারে ; ল্যাম্পপোস্টের আলোতে,
ভালোবাসা আজ কি আর নেই;
সুখের সেই দিন চোখের জলে মুছে গেছে,
তবুও সেই সুখ খোঁজেছি আমার মন মসজিদে।
হারিয়ে গেছো কি আজ অভিনয়ের ছ্বলে,
পারবো কি তোমায় ভুলে যেতে,
এই রঙিন দুনিয়ার;
অভিনেতা রূপে,
আজ লিখছি কবিতা,
কবি খুব আনমনে।
30June2018

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন