শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

শীতের হিমেল হাওয়া


 


১১৮ নং কবিতা,

              "শীতের হিমেল হাওয়া"

           মোঃশরীফুল ইসলাম শান্ত


            বয়ে যাচ্ছে হিমেল হাওয়া,

         প্রাণে লেগেছে শীতের ছোঁয়া,

             এই পরশে কি যে মায়া,

          কোথাও নেই রোদ্দুর ছায়া।


শন শন শব্দে বায়ু প্রবাহিত

তীব্র ঠান্ডায় কষ্টে আশ্রিত,

তাদের শিরা আজ হিমায়িত,

তাদের জন্য কি অর্থ নেই মুদ্রিত।


            শীতের পরশে শান্তি আনে,

            শীতের ঠান্ডায় মানুষ কাঁপে,

           শীতের ক্ষিপ্ততায় দুঃখী মরে,

           কে তাদের কষ্ট লাঘব করে।


কনকনে শীতের পরশে,

কষ্ট লাঘব করতে পারেন নিমিষে,

তিনি যে রয়েছেন আরশে,

আমরা কৃতজ্ঞ তার দয়াতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন