108.🦀🐛🐝 "দুঃসাহসিক অভিযাত্রী" 🦀🐛🐝
মোঃশরীফুল ইসলাম শান্ত
আকাশে জমেছে মেঘ;
তোদের মনে পড়ছে তড়িৎ বেগ,
তোরা দুঃসাহসিক অভিযাত্রী,
আমার ভালোবাসা অনেক ত্যজি ।
সমুদ্রের গর্জনে তোদের ডাক,
করেছিলাম আনন্দ সপ্তধারা ঝর্ণার বাঁক,
মহাময়া লেকের সৌন্দর্যে,
খইয়াছড়ার দুঃসাহসিক অভিযানে,
তোদের থেকে পেয়েছি মনোবল,
তোরাই আমার স্বপ্নে অভি চল।
একজনের হাত একজন ধরে,
থাকিস সব দুঃসাহসিক কাজে;
বিজয় ছিনিয়ে আনবো আমরা,
হোক যতই কঠিন ঝঞ্ঝা ।
সৃষ্টিকর্তার নিপুণতা দেখতে,
যাবো বার বার ফিরে এই চট্টগ্রাম সীমান্তে,
হয়ে যাবো দিওয়ানা,
অপূর্ব সুন্দরের মাঝে।
16July2018

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন