"এক পরাজিত সৈনিকের গল্প"
মোঃ শরীফুল ইসলাম শান্ত
এক পরাজিত সৈনিকের গল্প,
তার গল্পটা খুব স্বল্প,
জাগাবে মনে স্বপ্ন,
ভেঙ্গে যাবে সব দম্ভ।
হয়েছিল সে পরাজিত,
হতে হয়েছিল নিমজ্জিত,
তবুও সে ছাড়ে না হাল,
তুলেছিল স্বপ্ন সাগরের পাল।
পরাজয় বিনা জয় অর্থহীন;
তাই সে ছিল ভয়হীন,
ছিল না সে কর্মহীন;
কর্ম বিনা সব ফলহীন।
লড়েছিল শেষ পর্যন্ত,
ছিল না সে ঘুমন্ত,
তবুও সে পরাজিত ;
তার চেষ্টার ছিল না অন্ত।
সে ছাড়ে নি হাল,
সে আবার তুলবে পাল,
তার শক্তি যে ধৈর্য;
তার কাছে সেটাই ঐশ্বর্য।
আজ সৈনিক পরাজিত,
কাল হয়ত আমরাই হবো নিমর্জিত,
পরাজয় হতে পাবে সে অর্জন,
দিতে হযেছিল তার ; অনেক বিসর্জন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন