🌴🌙🌴"লাইলাতুল বারাআত"🌴🌙🌴
মোঃশরীফুল ইসলাম শান্ত
প্রিয় নবী মোহাম্মদ,
তুমি মুসলিম উম্মতের সম্পদ,
মরনে তুমি আসিও;
কবরে তুমি থাকিও;
হাউজে কাউছারের পানি পিলাইও;
হাশরে শাফায়াত করিও।
লাইলাতুল বারাআতে এই আমার প্রার্থনা,
দুই জাহানের সর্বশক্তিমান শাহেনশা।
1May2018

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন