শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

শরৎকাল ও শিউলি

 ১১৬.

 ________"শরৎকাল ও শিউলি "_______

           মোঃশরীফুল ইসলাম শান্ত


          ঝিলমিলি রোদ শান্ত শরৎ,

           স্নিগ্ধ রূপে প্রশান্তি আনে,

মন মাতোয়ারা রাতের স্নিগ্ধ জ্যোৎস্নার টানে;

         সাদা কাশফুল শিউলি বকুল,

           জ্যোৎস্না আলো ছায়ায়,

          দিকদিগন্তে শোভা ছড়ায়।


সাদা মেঘের নৌকায় চড়ে ;

সুন্দর কাশের আঁচল উড়িয়ে,

শরৎ আসে প্রকৃতি হাসে ;

 শিউলি ফুলের মালা দুলিয়ে।


      নীল আকাশে চলছে ভেসে সাদা মেঘের নৌকা,

      আপন মনে মেঘের সনে করছে লুকচুরি খেলা।

    এমন পরিবেশে ঝিরঝির বাতাসে দোলে কাশবন,

    প্রকৃতির ছন্দে শিউলি ফুলের গন্ধে ভরে যায় মন।


                   শিউলিময় জীবনে শান্ত মন,

                খোঁজে বেড়ায় তাকে সারাক্ষণ, 

          জীবন জীবনের সাথে মন মনের টানে,

            ভালোবাসার পূর্ণতা এই শরৎকালে।

11Oct2019


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন