শনিবার, ১০ অক্টোবর, ২০২০

আমি এবং তুমি

 


♥         " আমি এবং তুমি "       ♥

        মোঃশরীফুল ইসলাম শান্ত


      আমার ভালোবাসার নাম তুমি;

      তোমার ডায়েরিতে নেই আমি,

         আমার গানের অন্তরা তুমি;

           তোমার সুরে নেই আমি,

      আমার স্বপ্নের রাজকন্যা তুমি;

    তোমার দুঃস্বপ্নের রাজপুত্র আমি,

      আমার হৃদপৃণ্ডের স্পন্দন তুমি;

      তোমার ভাবনায় নিখোঁজ আমি,

      আমার সিনেমার নায়িকা তুমি;

      তোমার সিনেমায় অদৃশ্য আমি,

     আমার কাব্যের শেষ লাইন তুমি;

    তোমার কাব্যে কোথাও নেই আমি।

03June2018

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন