শনিবার, ১০ অক্টোবর, ২০২০

পথশিশু



 


♣♣♣^^পথশিশু^^♣♣♣

     মোঃশরীফুল ইসলাম শান্ত


     তোদের পেয়ে আমি ধন্য,

    তোরা এক একজন অনন্য,

     কে বলেছে তোরা ছিন্নমূল,

     তোরা আমার কাছে অমূল্য।


        এক একজনের সমর্থন

    হাজারও পথশিশুর স্বপ্ন পূরণ,

       তোরা এক একজন রত্ন,

   তোদের অধিকার ; ন্যায্য যত্ন।


     আমি গর্বিত আমি উচ্ছ্বসিত ,

    তোরা প্রেমিক তোরা মানবিক;

       পেয়েছি তোদের মতন বন্ধু,

        তোদের শ্রম তাদের জন্য,

                তোরা অনন্য। 


        সবাই মিলে তুলি স্লোগান,

  শিশুর মুখ দেখবো না আর অম্লান,

          এক একজনের সমর্থন,

      হাজারও পথশিশুর স্বপ্ন পূরণ।

__________________________________

29May2020


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন