শনিবার, ১০ অক্টোবর, ২০২০

জেলার রাণী বরিশাল


 “ জেলার রাণী বরিশাল “

মোঃশরীফুল ইসলাম শান্ত


ধান নদী খাল;

এই তিনে জেলার রাণী বরিশাল,

শীতের সময় শরীরে শাল;

থেকে যেতে ইচ্ছে করে বহুকাল।


বৃষ্টির টিপ টিপ শব্দ,

চন্দ্রদীপের চন্দ্রিমা রাতে,

প্রকৃতির অপূর্ব টানে,

থাকবে শতাব্দীর পর শতাব্দ।


নদীর ঢেউে মন দুলে,

বয়ে যায় মৃদু হাওয়া ;

সর্বক্ষণ খোঁজে বেড়ায়, 

অকৃত্রিম ভালোবাসা।


ধানের ক্ষেতে শনশন বাতাস,

কেটে যায় মনের সব হতাশ ;

মনে জাগে প্রবল বিশ্বাস,

প্রকৃতি প্রতিক্ষণে দিচ্ছে আশ্বাস। । 


শাপলার বিলে শাপলার সমারহ,

দেখা যায় প্রভাতে অহরহ ;

মুগ্ধতা রেখে গেলাম বরিশালে, 

প্রকৃতির লীলাভূমি বাংলাদেশে।


 অপরূপ পিঠার স্বাদে,

নকাশার অপূর্ব মিলনে ;

রমরমা বন্ধুদের আড্ডা, 

বন্ধুর আত্মীয় পরায়ণতা ;

 মনে রবে সদা।


মসজিদের মাইকে আজান ,

সৃষ্টিকর্তার ডাকে দেই সাড়া ;

অপূর্বের মাঝে সম্পূর্ণতা ;

সৃষ্টিকর্তার সৃষ্টিশীলতা। 


জেলার রাণী বরিশাল, 

তুমি কি যাবে আমায় ভুলে?

যখন আমি থাকবো,

তোমার থেকে অনেক দূরে।

23Sept2018

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন