শনিবার, ১০ অক্টোবর, ২০২০

কালবৈশাখী



 _____"কালবৈশাখী-(শততম প্রয়াস)"_____

            মোঃশরীফুল ইসলাম শান্ত


                 আকাশে কালো মেঘ,

                  বাতাসের প্রবল বেগ,

               বৃক্ষের পাতা ডালের শব্দ,

                জেগে উঠে সকল নিস্তব্ধ।


বৈশাখের ঝড় শুরু,

দূর কোন নাম না জানা গ্রামে;

পড়ছে শিলা কৃষকের বুকে,

খবর পাই মুঠোফোনে।


          শততম কবিতা লিখে যায়,

     অখ্যাত কোন এক কবিতা প্রেমী ,

        কঠিন শব্দ পারি না লিখিতে,

         এই কালবৈশাখীর নিশিতে।


আমার কবিতা পাঠ করে,

কেউ কখনও হাসবে প্রাণ খুলে,

কেউ হয়ে যাবে নিস্তব্ধ,

কেউ কাঁদিবে ওরনার আড়ালে।


       সমলোচনা আলোচনার ভিড়ে,

             কালবৈশাখীর ঝড়ে, 

    উড়ছে পতাকা পত পত কলররে,

       সবুজ ঘাসে লালের আবরণ-

    কোন যে ধর্ষিত নারী বহন করে।


বৈশাখের ঝড় উড়ে নিয়ে যাক,

সব কুলষিত রূপ,

মানুষ মন হোক পরিষ্কার,

থাকবে না পৃথিবীতে অসুখ।

2April2020

বাঙালী মুসলিম


 ♦🌙♣♠"বাঙালী মুসলিম"♠♣🌙♦

            মোঃশরীফুল ইসলাম শান্ত

         বৈশাখের ঝড়ে রহমতের বৃষ্টি,

        ঝরছে অপার সৌন্দর্য; মুগ্ধ দৃষ্টি,

              নববর্ষের রঙিন সাজে,

        ঢেলে দিল জল ধরিত্রীর মাঝে।


              শবে মেরাজের রজনী,

             পবিত্র মুসলিমের কাছে,

      পহেলা বৈশাখ সম্রাট আকবর প্রিয়;

               জুড়ায় বাঙালীর প্রাণ।


         চাঁদ দেখে শুরু পবিত্র হিজরী সন,

             সূর্য দেখে শুরু বাঙালীর সন,

ইংরেজি সনের ব্যাপ্তিতে দুই রেখা ২০১৮ সনে-

               একই বিন্দুতে দীপ্তিমান।


                    সত্য ধর্ম ইসলাম,

              ভুল শুনি নাই ভাই আমি,

          রক্তে আমার ইসলামের বাণী,

 পহেলা বৈশাখে সৃষ্টিকর্তার নিকট নত প্রাণ।


         ইহকালের পরিচয় আমি বাঙালী,

  ইহকাল পরকালের পরিচয় আমি মুসলিম,

             দুইটিই আমার কাছে দামী,

        গর্ব করি বাঙালী মুসলিম আমি।।

14April2018

রাজনীতির মারপ্যাঁচ


 🙊🙉🙈 রাজনীতির মারপ্যাঁচ 🙈🙉🙊

           মোঃশরীফুল ইসলাম শান্ত

       যাদের জন্য করলাম আমি ত্যাগ,

 তারাই আজ বলে আমায় অন্য জায়গা দেখ,

       রাজনীতি করেছে আমায় ব্যবহার,

              শেষে এসে দিল ধিক্কার।


সবাই করে যে কাজ,

আমি করলেই দোষ,

বুঝি না আমি এ কেমন রাজনীতি ;

রাজপথের সহযোদ্ধারা শেখায় নীতি।


                 রাজনীতির মারপ্যাঁচ,

                       বুঝা খুব দায়,

                 কখন কে কেমন হবে,

                    তা বুঝাও অন্যায়।


রিক্ত আমি সিক্ত আমি,

ক্যাম্পাসের ময়দানে,

আছে আজও ভালোবাসা;

তার মূল্য কি কেউ দিবে!

29April2018

লাইলাতুল বারাআত

 

🌴🌙🌴"লাইলাতুল বারাআত"🌴🌙🌴

           মোঃশরীফুল ইসলাম শান্ত

               প্রিয় নবী মোহাম্মদ,

      তুমি মুসলিম উম্মতের সম্পদ,

              মরনে তুমি আসিও;

              কবরে তুমি থাকিও;

   হাউজে কাউছারের পানি পিলাইও;

           হাশরে শাফায়াত করিও।


লাইলাতুল বারাআতে এই আমার প্রার্থনা,

   দুই জাহানের সর্বশক্তিমান শাহেনশা।

1May2018

রহমতের প্রতিদান


 🌴🌙🌴 "রহমতের প্রতিদান" 🌴🌙🌴

            মোঃশরীফুল ইসলাম শান্ত

 রমাদানের রহমত করেছিলে আমাদের দান,

    আমরা কি দিতে পেরেছি তার প্রতিদান!

             হয়েছিল মসজিদে আযান,

       আমরা কি দিতে পেরেছি তার মান!


       তবুও তুমি মাফ করে দিও পরিত্রাণ,

               আমাদের করিও না ম্লান , 

       যেমনই পরিষ্কার হয় করিলে স্নান;

           রেখেছি রোজা করিনি পান;

             তুমি সৃষ্টিকর্তা রহিম রহমান,

            রহমত করিও আমাদের দান।

27May2018

পথশিশু



 


♣♣♣^^পথশিশু^^♣♣♣

     মোঃশরীফুল ইসলাম শান্ত


     তোদের পেয়ে আমি ধন্য,

    তোরা এক একজন অনন্য,

     কে বলেছে তোরা ছিন্নমূল,

     তোরা আমার কাছে অমূল্য।


        এক একজনের সমর্থন

    হাজারও পথশিশুর স্বপ্ন পূরণ,

       তোরা এক একজন রত্ন,

   তোদের অধিকার ; ন্যায্য যত্ন।


     আমি গর্বিত আমি উচ্ছ্বসিত ,

    তোরা প্রেমিক তোরা মানবিক;

       পেয়েছি তোদের মতন বন্ধু,

        তোদের শ্রম তাদের জন্য,

                তোরা অনন্য। 


        সবাই মিলে তুলি স্লোগান,

  শিশুর মুখ দেখবো না আর অম্লান,

          এক একজনের সমর্থন,

      হাজারও পথশিশুর স্বপ্ন পূরণ।

__________________________________

29May2020


আমি এবং তুমি

 


♥         " আমি এবং তুমি "       ♥

        মোঃশরীফুল ইসলাম শান্ত


      আমার ভালোবাসার নাম তুমি;

      তোমার ডায়েরিতে নেই আমি,

         আমার গানের অন্তরা তুমি;

           তোমার সুরে নেই আমি,

      আমার স্বপ্নের রাজকন্যা তুমি;

    তোমার দুঃস্বপ্নের রাজপুত্র আমি,

      আমার হৃদপৃণ্ডের স্পন্দন তুমি;

      তোমার ভাবনায় নিখোঁজ আমি,

      আমার সিনেমার নায়িকা তুমি;

      তোমার সিনেমায় অদৃশ্য আমি,

     আমার কাব্যের শেষ লাইন তুমি;

    তোমার কাব্যে কোথাও নেই আমি।

03June2018

আনমনে

 


"আনমনে"

মোঃশরীফুল ইসলাম শান্ত


আমার ছবি কি নেই তোমার এ্যালবামে,

আমায় কি ভুলে গেছো এই জীবনে,

আর কি ভালোবাস নাই,

নাকি কখনও ভালোবাসোনি -

এই ভুবনে।


তুমি নেই আমি শুধু আছি,

আমি শুধু একা বেঁচে আছি,

তোমার দেওয়া সেই অভিনয়;

ভালোবাসার কারণে। 


নিঝুম রাতে আঁধারে ; ল্যাম্পপোস্টের আলোতে,

ভালোবাসা আজ কি আর নেই;

সুখের সেই দিন চোখের জলে মুছে গেছে,

তবুও সেই সুখ খোঁজেছি আমার মন মসজিদে।


হারিয়ে গেছো কি আজ অভিনয়ের ছ্বলে,

পারবো কি তোমায় ভুলে যেতে,

এই রঙিন দুনিয়ার;

অভিনেতা রূপে,

আজ লিখছি কবিতা,

কবি খুব আনমনে।

30June2018

দুঃসাহসিক অভিযাত্রী



108.🦀🐛🐝 "দুঃসাহসিক অভিযাত্রী" 🦀🐛🐝 

        মোঃশরীফুল ইসলাম শান্ত

আকাশে জমেছে মেঘ;

তোদের মনে পড়ছে তড়িৎ বেগ,

তোরা দুঃসাহসিক অভিযাত্রী,

আমার ভালোবাসা অনেক ত্যজি । 


সমুদ্রের গর্জনে তোদের ডাক,

করেছিলাম আনন্দ সপ্তধারা ঝর্ণার বাঁক,

মহাময়া লেকের সৌন্দর্যে,

খইয়াছড়ার দুঃসাহসিক অভিযানে,

তোদের থেকে পেয়েছি মনোবল, 

তোরাই আমার স্বপ্নে অভি চল। 


একজনের হাত একজন ধরে, 

থাকিস সব দুঃসাহসিক কাজে;

বিজয় ছিনিয়ে আনবো আমরা,

হোক যতই কঠিন ঝঞ্ঝা । 


সৃষ্টিকর্তার নিপুণতা দেখতে,

যাবো বার বার ফিরে এই চট্টগ্রাম সীমান্তে,

হয়ে যাবো দিওয়ানা,

অপূর্ব সুন্দরের মাঝে।

16July2018

জেলার রাণী বরিশাল


 “ জেলার রাণী বরিশাল “

মোঃশরীফুল ইসলাম শান্ত


ধান নদী খাল;

এই তিনে জেলার রাণী বরিশাল,

শীতের সময় শরীরে শাল;

থেকে যেতে ইচ্ছে করে বহুকাল।


বৃষ্টির টিপ টিপ শব্দ,

চন্দ্রদীপের চন্দ্রিমা রাতে,

প্রকৃতির অপূর্ব টানে,

থাকবে শতাব্দীর পর শতাব্দ।


নদীর ঢেউে মন দুলে,

বয়ে যায় মৃদু হাওয়া ;

সর্বক্ষণ খোঁজে বেড়ায়, 

অকৃত্রিম ভালোবাসা।


ধানের ক্ষেতে শনশন বাতাস,

কেটে যায় মনের সব হতাশ ;

মনে জাগে প্রবল বিশ্বাস,

প্রকৃতি প্রতিক্ষণে দিচ্ছে আশ্বাস। । 


শাপলার বিলে শাপলার সমারহ,

দেখা যায় প্রভাতে অহরহ ;

মুগ্ধতা রেখে গেলাম বরিশালে, 

প্রকৃতির লীলাভূমি বাংলাদেশে।


 অপরূপ পিঠার স্বাদে,

নকাশার অপূর্ব মিলনে ;

রমরমা বন্ধুদের আড্ডা, 

বন্ধুর আত্মীয় পরায়ণতা ;

 মনে রবে সদা।


মসজিদের মাইকে আজান ,

সৃষ্টিকর্তার ডাকে দেই সাড়া ;

অপূর্বের মাঝে সম্পূর্ণতা ;

সৃষ্টিকর্তার সৃষ্টিশীলতা। 


জেলার রাণী বরিশাল, 

তুমি কি যাবে আমায় ভুলে?

যখন আমি থাকবো,

তোমার থেকে অনেক দূরে।

23Sept2018

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

ঝাকানাকা আবহাওয়া

 ☁⛅🌧" ঝাকানাকা আবহাওয়া "🌦🌥⛅

             মোঃ শরীফুল ইসলাম শান্ত

                  মনোরম পরিচিত দেশ,

             প্রকৃতির সৌন্দর্যের নেই শেষ,

               আজ লাগছে দেখতে বেশ;

         আমাদের প্রিয় সোনার বাংলাদেশ। 


                      মৃদু ঠান্ডা হাওয়া,

                  টিপটিপ বৃষ্টির ফোঁটা, 

               চলছে ঢাকার হ্রদে নৌকা,

                   লাগছে ভীষণ একা। 


                  আজ কবিরা আনমনা,

              আজ প্রকৃতিতে সুরের মূর্ছনা;

         ঝাকানাকা মনে ; শরীর দেয় দোলা,

              মনে জাগে অপূর্ব ভালোবাসা।

29Oct2018


একজন পরাজিত সৈনিকের গল্প

 "এক পরাজিত সৈনিকের গল্প"

মোঃ শরীফুল ইসলাম শান্ত

এক পরাজিত সৈনিকের গল্প,

তার গল্পটা খুব স্বল্প, 

জাগাবে মনে স্বপ্ন, 

ভেঙ্গে যাবে সব দম্ভ। 


হয়েছিল সে পরাজিত, 

হতে হয়েছিল নিমজ্জিত, 

তবুও সে ছাড়ে না হাল,

তুলেছিল স্বপ্ন সাগরের পাল।


পরাজয় বিনা জয় অর্থহীন;

তাই সে ছিল ভয়হীন,

ছিল না সে কর্মহীন;

কর্ম বিনা সব ফলহীন।


লড়েছিল শেষ পর্যন্ত,

ছিল না সে ঘুমন্ত,

তবুও সে পরাজিত ;

তার চেষ্টার ছিল না অন্ত।


সে ছাড়ে নি হাল,

সে আবার তুলবে পাল,

তার শক্তি যে ধৈর্য;

তার কাছে সেটাই ঐশ্বর্য। 


আজ সৈনিক পরাজিত, 

কাল হয়ত আমরাই হবো নিমর্জিত,

পরাজয় হতে পাবে সে অর্জন,

দিতে হযেছিল তার ; অনেক বিসর্জন।


ভালোবাসার হিয়া

 ♪♪____"ভালোবাসার হিয়া"___♪♪

৷৷   মোঃশরীফুল ইসলাম শান্ত  ।। 


আমি স্বপ্ন দেখি,

বেঁচে থাকার স্বপ্ন,

আমার স্বপ্ন জুড়ে এক মুখ,

দেখিলে লাগে এই হৃদয়ে সুখ।


স্বপ্নের চেয়ে অধিক তুমি,

ভালোবেসে যাই তাই আমি,

আমার স্বপ্নবিলাসী সম্পূর্না;

তোমায় ধারন করে আমার হিয়া,

তুমি কি আমার সেই রিয়া। 


ভালোবাসার আছে শুরু,

নেই তো এর শেষ;

তার ভালোবাসায় সিক্ত আমি,

আমার মন জুড়ে শুধুই তুমি।


তার এলো কেশের প্রেমে মুগ্ধ,

তার রাগে হয় না খিপ্ত,

তার বসবাস আমার হৃদয় জুড়ে,

থাকবে সে আমার মাঝে,

যুগান্তরের যুগে যুগে।

04Dec2018


ফাল্গুনের হাওয়া

 __🌺🌹_"ফাল্গুনের হাওয়া"_🌹🌺__

        মোঃশরীফুল ইসলাম শান্ত

    ফাল্গুনে লাগিলো শরীরে হাওয়া,

          মাতিল মোর মন রঞ্জনা,

            মন বসে না এই খনে,

     মন যে উড়ে বেড়ায় বেখেয়ালে।


          আকাশে বাতাসে স্নিগ্ধতা, 

        চুলের খোপায় ফুলে তনয়া,

           রাস্তাঘাট রঙে রঙিলা,

        মনে জাগে কত যে বাহানা।


        মন ছুটে যায় পাড়ায় পাড়ায়,

       হলুদ শাড়ির আচলের ছায়ায়,

             মনে পড়ে স্মৃতিকথা,

       কে যেন দিয়ে যায় পিছুটান।


          ফুল ফুটেছে আজ গাছে,

               মানব মন সাজে,

        বেকুলতার নেই কো শেষ,

     ভালোবাসাটা অনেকটা বিশেষ।


 ফাল্গুনের হাওয়ায় মজিল বাঙালি মন,

        কে কোথায় আছিস কান পেতে শোন।

13Feb2019


ঈদুল ফিতর

🌙 🌙 🌙  "ঈদুল ফিতর" 🌙 🌙 🌙

          মোঃশরীফুল ইসলাম শান্ত


           রহমত মাগফেরাত নাজাত,

               তিন দশক নিল বিদায়;

রমাদানের পূর্ণতা কি করতে পারলাম আদায়,

           জানে শুধু মহান সৃষ্টিকর্তায়।


               তাকওয়া অর্জনের মাস,

          কদরের রাতে কান্নায় দীর্ঘশ্বাস,

               গুনাহ থেকে পাবে মুক্তি ;

               মুসলিম উম্মাহর বিশ্বাস।


           ঈদুল ফিতরের সকালের স্নান,

                  চলে যাবে সকল ম্লান,

          বিশ্বনবীর উম্মতের রাখবে মান,

           মহান ক্ষমাশীল আল্লাহ্ মহান।


         মায়ের পদতলে সন্তানের সালাম,

              আজ রোজা রাখা হারাম,

  আনন্দে আনন্দে গরীবকে দিবো দিরহাম,

            নবীজিকে জানাবো সালাম।


            ঈদ মোবারক ঈদ মোবারক,

       কোলাকোলিতে সুবাসিত দিনরাত,

      আল্লাহ্ প্রিয় বান্দাদের করেছেন মাফ,

       দুনিয়াতে হয়েছে আজ গুনাহ সাফ।

04jun2019




রুদ্ধশ্বাস

 


------------------- " রুদ্ধশ্বাস " -------------------

          মোঃশরীফুল ইসলাম শান্ত

          ক্রন্দনে ক্রন্দনে সিক্ত আমি,

          তবুও পায় না কাউরো খোঁজ,

             কে দিবে আজ আমায় ;

             কে দিবে আজ আমায়;

                         সান্তনা?

               ফেলিতেছি রুদ্ধশ্বাস।


              ক্লান্ত আমি শান্ত আমি,

             পরিশ্রান্ত আমার ক্ষোভ,

           সব বিষাদ গিয়েছে মুছিয়া,

                  অপবাদ লাঞ্ছনা।


       জীবন যুদ্ধে পরাজিত সৈনিক,

          দুই জগ্যতের এক বণিক, 

            রবো দুনিয়ায় ক্ষণিক 

   হেরে যাচ্ছি জীবন খেলায় দৈনিক।


             রঙ্গমঞ্চের দুনিয়ায়,

              যে পারে অভিনয়,

          তার-ই তো রয়েছে জয়,

           আমার শুধু পরাজয়।

23Jun2019

শরৎকাল ও শিউলি

 ১১৬.

 ________"শরৎকাল ও শিউলি "_______

           মোঃশরীফুল ইসলাম শান্ত


          ঝিলমিলি রোদ শান্ত শরৎ,

           স্নিগ্ধ রূপে প্রশান্তি আনে,

মন মাতোয়ারা রাতের স্নিগ্ধ জ্যোৎস্নার টানে;

         সাদা কাশফুল শিউলি বকুল,

           জ্যোৎস্না আলো ছায়ায়,

          দিকদিগন্তে শোভা ছড়ায়।


সাদা মেঘের নৌকায় চড়ে ;

সুন্দর কাশের আঁচল উড়িয়ে,

শরৎ আসে প্রকৃতি হাসে ;

 শিউলি ফুলের মালা দুলিয়ে।


      নীল আকাশে চলছে ভেসে সাদা মেঘের নৌকা,

      আপন মনে মেঘের সনে করছে লুকচুরি খেলা।

    এমন পরিবেশে ঝিরঝির বাতাসে দোলে কাশবন,

    প্রকৃতির ছন্দে শিউলি ফুলের গন্ধে ভরে যায় মন।


                   শিউলিময় জীবনে শান্ত মন,

                খোঁজে বেড়ায় তাকে সারাক্ষণ, 

          জীবন জীবনের সাথে মন মনের টানে,

            ভালোবাসার পূর্ণতা এই শরৎকালে।

11Oct2019


শেষ নিশ্বাস

 ★ ★ ★ "


শেষ নিশ্বাস
  "★ ★ ★

      মোঃশরীফুল ইসলাম শান্ত


একদিন আমার লাশটাও থাকবে কফিনে,

সবাই দোয়া কইরো,

ভালো যেন থাকি পরকালে।


সময় যাচ্ছে চলে,

সময়ের পালাক্রমে,

জয় পরাজয়ে,

জীবন যুদ্ধের বজ্রপাতে।


ছিলাম একদিন শিশু,

বুঝতাম না কিছু,

শৈশব পার করে কৈশোরে,

জীবনে পেয়েছি অনেক কিছু।


মরে যাবো একদিন,

চলে যাবো একদিন,

ভালোবেসে যেও ততদিন,

আমায় মনে পড়বে যতদিন।


কোন কিছুই আসবে না কাজে,

যখন চলে যাবো আমি দুনিয়া ছেড়ে,

তোমরা শুধু পড়িও ইখলাস,

করিও দোয়া আমার পানে।


মহান সৃষ্টিকর্তা আল্লাহ্ তোমার কাছে,

বিনয় প্রার্থনায় আমি যে;

দিও খোদা আমার মরন,

নবীজির রওযামোবারক সম্মুখে,

তোমার সিজদায় ক্রন্দনে,

নবীজির ভালোবাসা আমার স্পন্দনে,

শেষ নিঃশ্বাস ছাড়িতে পারি যেন,

মুমিন ইমানদার নবীজির উম্মত হয়ে।


করিও দাফন মসজিদের পাশে,

শুনিতে পাই যেন-

নামাজিদের তেলোয়াতের ধ্বনি,

আমি থাকিতে চাই বেঁচে,

তোমাদের প্রার্থনার মাঝে।

19Oct2019

শীতের হিমেল হাওয়া


 


১১৮ নং কবিতা,

              "শীতের হিমেল হাওয়া"

           মোঃশরীফুল ইসলাম শান্ত


            বয়ে যাচ্ছে হিমেল হাওয়া,

         প্রাণে লেগেছে শীতের ছোঁয়া,

             এই পরশে কি যে মায়া,

          কোথাও নেই রোদ্দুর ছায়া।


শন শন শব্দে বায়ু প্রবাহিত

তীব্র ঠান্ডায় কষ্টে আশ্রিত,

তাদের শিরা আজ হিমায়িত,

তাদের জন্য কি অর্থ নেই মুদ্রিত।


            শীতের পরশে শান্তি আনে,

            শীতের ঠান্ডায় মানুষ কাঁপে,

           শীতের ক্ষিপ্ততায় দুঃখী মরে,

           কে তাদের কষ্ট লাঘব করে।


কনকনে শীতের পরশে,

কষ্ট লাঘব করতে পারেন নিমিষে,

তিনি যে রয়েছেন আরশে,

আমরা কৃতজ্ঞ তার দয়াতে।

করোনা

 ১১৯)_______"করোনা"________

         মোঃশরীফুল ইসলাম শান্ত


            বিশ্ব আজ কষ্টে কাঠিন্য,

             মানুষের মন অচৈতন্য, 

              আমরা খোদা নগন্য, 

            তোমার দয়া অসামান্য। 


             করোনা তুমি দয়া করো;

             নিয়ে যেও না আর প্রাণ,

              তুমি যে কত প্রাণঘাতী ;

            চাইনা আমরা তার প্রমাণ।


            সমগ্র ধরিত্রী থমকে গেছে;

                  তোমার আগমনে,

            মৃত্যুর ভয়ে আতঙ্কিত সবাই;

                আজ প্রতিটি পলকে।


              প্রতিরোধের চেষ্টায় সবাই-

                পাচ্ছেনা কোন ঠিকানা;

           কি এন্টিবায়োটিক দিবে বলো,

                 তুমি যে সবার অচেনা।


           অবশ্যই তুমি আল্লাহ-র দেয়া;

                  শাস্তির একটি রূপ।

                    আমাদের গুনাই;

                ডেকে এনেছি তোমায়,

       থাকছি এখন হোম কোয়ারান্টাইন!


              ক্ষমা চাচ্ছি হে ক্ষমাশীল,

               অতীতের পাপের জন্য!

         রক্ষা করুন আপনি আমাদের

          ফিরিয়ে দিয়েননা খালি হাতে।


            করোনার এই ক্ষত থেকে,

               রক্ষাকরো আমাদের,

         আপনি ছাড়া সাহায্য করার,

              কে আছে আমাদের!


             এই সংকটে সবকিছু;

              স্বাভাবিক করে দাও,

  পাপ মোচন করে তোমার বান্দাদের,

          আবার আপন করে নাও!


       বিপদে আপদে তোমার কাছে-

           ফিরে যেতে চায় বারবার,

            তুমিহীনা যে আমাদের-

            যাওয়ার কোন পথ নাই।



গৃহবন্দী জীবন


 ১২০)*************- গৃহবন্দী জীবন -**************

                মোঃশরীফুল ইসলাম শান্ত

           গৃহবন্দী জীবনের আরেকটি রাত

           যাচ্ছে চলে বৃষ্টির ফোঁটায় ফোঁটায়,

       পুরো দেশ নিস্তব্ধ ; সবাই আজ জাগ্রত-

              অনলাইনের পাতায় পাতায়।

 

                       দিন যাচ্ছে কেটে, 

                    কাউরো চায়ের কাপে,

                    প্রতিটি চুমকের স্বাদে,

              অন্তহীন চিন্তার অবাধ শৃঙ্খলে।


       স্বপ্নচারীর দুঃসাহসিকতা রয়েছে থমকে,

লেখকের কলমে জমে উঠছে না রস ; নিরবে নিভৃত,

       ডাক্তার আজ সৈনিক ; লড়ছে সম্মুখ পানে,

           কর্ম থাকুক শত আজ সব হয়েছে গত।

 

                      সৃষ্টিকর্তার লীলাখেলা, 

              ঘর আজ মসজিদে রূপান্তরিত,

                       সিজদারত মানুষেরা, 

                     চিরকাল সৃষ্টি রবে নত।


                   আরেকটি দিনের শুরতে,

      মুয়াজ্জিনের আযান ; মসজিদে মসজিদে,

                 রাতের আড়ালে সূর্য হাসে,

           ধরিত্রীতে লড়বে ; মনুষ্যে মনুষ্যে।

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০



 °________পূর্ণিমা রাত________°
মোঃশরীফুল ইসলাম শান্ত
দিনের ক্রান্তিলগ্নে দেখা পেলাম একজনার;
তার জন্য অপেক্ষায় থাকি পুরো মাস,
আমি তার দেখা পাবো বলে বসে আছি,
সে তো আর কেউ নয় আমার পূর্ণিমার চাঁদ।
আমি কোন জ্যোতির্বিদ নই,
যে চাঁদকে জানে একটি মৃত উপগ্রহ বলে।
আমি কোন নভোচারী নই,
যে চাঁদকে দেখে নিকট ভবিষ্যতের আবাস হিসেবে।
আমি আনমনে প্রেমিক মানুষ,
চাঁদকে দেখি আনমনা চোখে।
আমি রোমাঞ্চ খোঁজি জোছনায়, পূর্ণিমায়;
নক্ষত্রখচিত কালো আকাশে।
আমায় তারা বলে তুমি,একবিংশ শতাব্দীর মানুষ,
কিন্তু এখনো আমি কৃত্রিম আলোরছটায় ডুবে যাই নি।
আর সবার মতো রংবেরঙের আলো আমাকে ভোলাতে পারে নি,
তাকিয়ে রই পূর্ণিমা রাতের আকাশপানে,
প্রতি পূর্ণিমায় তাই সব আলো নিভিয়ে দিই।
ভালোবাসি চাঁদ, ভালোবাসি জোছনা।
ভালোবাসি স্নিগ্ধ কোমল আলোটিকে।
আমি পূর্ণিমা দেখবো বলে বসে আছি।
ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর রাতগুলো কেটে যাচ্ছে, ধীরে হলেও।
আমি জানি, অপেক্ষার রাতটি আর কয়েক রাত তফাতে।
আজ মহামারির মাঝে একটি পূর্ণিমার রাত।
যেমনটি বলেছিলাম, তার চেয়েও সুন্দর আজকের জোছনা।
হয়তো বিগত সব জোছনাকে ছাপিয়ে গেছে তার সৌন্দর্য, তার তীব্রতা।
কিংবা কে জানে,
দিনের পর দিন অপেক্ষার পর এসেছে বলেই হয়তো।
কঠিন সময়ের মাঝে যাচ্ছে বিশ্ব,
অনেক কিছু মনে পড়বে এই রাত্রিতে –
অতীতকে, মৃত্যুকে, ছোট ছোট বেদনাগুলোকে।
অসহ্য আনন্দ নিয়ে তাকিয়ে আছি আকাশের দিকে,
স্নিগ্ধতার মাঝে মুগ্ধ দৃষ্টিতে।
প্রথম মানব আদম বোধহয় এতটাই মমতা নিয়ে তাকিয়েছিলেন;
ঠিক এই চাঁদটির দিকেই।
প্রতি রাতে এই সময়ে;
পূর্ণিমা দেখবো বলে বসে আছি
আজকের রাতটি এখানেই বসে থাকবো,
যতক্ষণ না চাঁদ ডুবে যাবে তারা ছায়াপথে।
এটি হয়ত আমার জীবনের শেষ জোছনা,
দু’চোখ ভরে দেখে নিই না।
আমার এই ছোট্ট জীবনে;
প্রতিটা জোসনা আসে নতুন করে,
নতুন স্বপ্ন বুনি চাঁদের পানে চেয়ে,
চাঁদ যেও না তুমি ডুবে,
মুয়াজ্জিন দিবে আযান স্নিগ্ধ এই পূর্ণিমা রাতে...
বিদ্রঃ আমি আমার খালি চোখে যে পূর্ণিমা রাত্রিতে যে চাঁদটি দেখি তা আলোকচিত্রে কোটি ভাগের এক ভাগের সমতুল্য নয়।।