বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

VPN দ্বারা ফেইসবুক চলালে,জরিমানা দিতে হবে না।।

"কয়েকদিন ধরে দেখতাছি #VPN Use করার জন্য সরকার ৩ লাখ টাকা জরিমানা নিবে বলে জানিয়েছে এবং অনেকে এই রকম স্টাটাস পোস্ট দিয়েছে যে তাদের থেকে জরিমানা নিয়েছে।"

        এই সম্পূর্ণ তথ্য ভুয়া, সরকার কোনো এই রকম নির্দেশ জারি করেনি।
 
          এটা সত্যি হলে,
আগে অনেক মন্ত্রীসহ বিভিন্ন Celebraty-দের থেকে আগে নিত,এবং গণ মাধ্যম এ আলোচিত ও সমলোচিত হত।।

           সবসময় ফেইসবুকে কোনো তথ্য পেলে তা যাচাই করে দেখবেন এবং ফেইসবুকে কোনো মিথ্যা বা ভুয়া তথ্য প্রকাশিত করবেন না।
কেননা ফেইসবুক এখন অন্যতম যোগাযোগ মাধ্যম ও তথ্য সমৃদ্ধ একটি মাধ্যম।।

           ফেইসবুক বন্ধ করার  জন্য সর্বোচ্ছ কারণ
হচ্ছে এই মাধ্যমের মাধ্যমে যাদের রাজাকার বলা হয় বা গণ মাধ্যম যা সরকার কে ভয় করে প্রকাশ করে না,তা সম্পূর্ণ স্বাধিনতায় প্রকাশিত হয়।

           তথ্য প্রযুক্তি বিষয়ক ৫৭ ধারা আইন বাতিলের দাবি জানাই,

আইনটি হলঃ
প্রযুক্তিগতভাবে,
ব্যক্তি, দেশ,সরকার ইত্যদির মানহানির জন্য ১৪ বছরের জেল অনাদায়ে ১ কোটি টাকা জরিমানা।।

       এই আইনটি দ্বারা প্রভাবশালী ব্যক্তিগণ ও
যারা  দোষী মানুষগণকে নিয়ে লেখালেখি করলে বা ছোট কোনো ঘটনা ঘটলে এই আইনের ভেতরে পরে যার জন্য অনে দৌড়-জাপ  করানো হয় এবং বেশি ক্ষেত্রে মিথ্যা বলে প্রমাণিত হয়।।

          ফেইসবুক এর খারাপ ব্যবহার না করে,
আমরা সঠিক ব্যবহার করবো,
এতে আমাদের সকলের জন্য মঙ্গলজনক।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন