আমরা সবায় জানি ঐশী তার বাবা ও মা'কে হত্যা করে এবং পরে সে পুলিশের কাছে ধরা দেয়।
তার এই দোষ করার সময় সে ছিল মাদকাসক্ত।।
তাকে আজ আদালত ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে,
যা পরবর্তীতে কোনো সন্তান বা কেউ হত্যা করার আগে হাজার বার চিন্তা করবে কিন্তু মাদকাসক্ত অবস্থায় কারো মাথা ঠিক থাকে না।
এই হত্যার রায় মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে শাস্তি দেওয়া হবে,
এতে এই জগন্য কর্মকান্ড কমবে না।
আমাদের সরকারের উচিত এইরকম হাজার ঐশীদের তাদের আয়ত্তে এনে তাদেরকে আগের মাদকাসক্তবিহীন জীবন ফিরিয়ে দেওয়া এবং আমাদের পিতামাতারও অধিক যত্নবান ও নজরে রাখতে হবে যাতে নতুন কোনো ঐশী না তৈরী হয়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন