রবিবার, ১ নভেম্বর, ২০১৫

প্রকাশক হত্য ও তার সামনের মন্তব্যের বিশ্লেষণ।।

হানিফের বক্তব্য স্পষ্ট,
তিনি হতবাক কোনো বাবা কিভাবে সন্তানের বিচার চান না এবং তিনি খুশি তার ছেলের হত্যার জন্য।।

কিন্তু তার বাবা খুব গভীর থেকে বক্তব্যটি করেছেন,
সরকারের বিচারিক কর্যকলাপ ও নিরাপত্তা ব্যবস্থা ঠুনকো তা আবারও প্রমাণিত যা প্রকাশকের বাবার বক্তব্যে সুস্পষ্ট তিনি হত্যাকারীদের প্রশ্রয় নয় বরং গভীরভাবে উপলব্দি করে তিনি তার মন্তব্যটি করেছেন।।

পরিশেষে বলা যায়,
   সরকারের মন্ত্রী এমপিদের কিছু বলার আগে যত্নশীল হওয়া উচিত,
  যা মন চায় তা বলে দিবে বা তদন্তবিহীন দোষী নির্ধারণ করবে তা সমুচিত নয়।।

আমি চাই দোষীদের সুষ্ঠ বিচার হোক এবং আমাদের সর্বোচ্ছ নিরাপত্তা দান করুক সরকার।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন