HALLOWEEN DAY HALLOWEEN DAY.........!!
বাঙালীর মাঝে যে অপসংস্কৃতি ডুকে যাচ্ছে তার এক নির্দেশন।।
আজকে সামাজিক গণ মাধ্যম ফেইসবুকে দেখলাম অনেক ছেলে মেয়ে নিজের Profile Picture ভূত পেতনির ন্যায় edit বা সেজে ছবি দিচ্ছে।।
আমরা বাঙালি জাতি আমাদের চেহেরা ভূত পেতনির ন্যায় সাজলে মানায় না।।
আমাদের বাংলাদেশ ডিজিটালিস হচ্ছে এর মানে যে অপসংস্কৃতি মেনে ও পালন করতে হবে তা নয়।।
আমরা বাঙালি গর্বে গর্বিত,
আমরা বাঙালি।
আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখবো এবং অপসংস্কৃতি এই দেশে ডুকতে দিব না,
এইরূপ মনমানসিকতা সৃষ্টি করা একান্ত কাম্য।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন