শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

রাকিব ও রাজন হত্যাকারীদের ফাঁসি চাই।

শিশু রাজন ও শিশু রাকিব হত্যা মামলার নিষ্পত্তি বা রায় দিচ্ছে আজ(০৮.১১.২০১৫) আদালত।

            এর মধ্যে রাকিব হত্যা রায়ের মধ্য দিয়ে দেশের কোনো হত্যা মামলার নিষ্পত্তি মাত্র ৩ মাস কয়েকদিনে হচ্ছে।

            শিশু রাজনকে চুরি করার অপরাধে  পিটিয়ে হত্য করা হয় এবং
শিশু রাকিবকে এক কারখানা থেকে অন্য কারখানায় চাকরি নেওয়ার অপরাধে পাম্পার দিয়ে গ্যাস খাওয়ানোর মাধ্যমে হত্যা করা হয়।

             আমরা সবাই এই দুই শিশু হত্যার জন্য সর্বোচ্ছ রায় ফাঁসি দাবি করি,
যাতে করে এই ধরণের ঘটনা ঘটাতে দোষী একশ বার ভাবনা করবে।।
            
             আমাদের সবায়ের উচিত আমাদের নিজ সন্তান, ভাই,বোনের মত করে অন্য শিশুদের সাথে আচারণ করা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন