I.S < Islam State > I.S
France এর Paris হয়ে যাওয়ার ঘটনার তীব্র নিন্দা জানাই।
I.S হামলা মূল কারণ তারা সিরিয়াতে বিমান হামলায় সহযোগিতা করার ফলে তারা এই হামলা করে এবং আরেকটা মূল কারণ তাদের শক্তির জানান দেওয়া।।() আমার মতে ()
আমরা ফ্রান্সকে শান্তিপ্রিয় দেশ বলে জানি,
আমার জানা মতে তারা কয়েক মাস আগে মসজিদে আজান দেওয়া নিষেধ করা হয়েছে।।
তারা দোষী আমি মানি কিন্তু ইসলাম কখনই হত্যাকাণ্ডকে প্রশ্রয় দেয় না,
I.S এর মূল লক্ষ ইসলাম প্রচার নয় বরং জঙ্গিবাদ করা এবং তাদের প্রতিষ্ঠিত করা।।
আমি তীব্র নিন্দা জানাই এই হামলার এবং
সকল সাম্প্রদায়িকতা বাদ দিয়ে বিশ্বের সবায় একসাথে এগিয়ে যাবো ইনশা আল্লাহ।
_______ এটা কল্পনা নয় বাস্তব করা সম্ভব ______
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন