সুরঞ্জিতকে আমরা সবায় কালো বিড়াল নামে চিনি,তার অপকর্মের জন্য এবং তার এইসব মন্তব্যের পর মন্ত্রীসভা থাকে কিভাবে তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন।।
একের পর এক ধর্মবিরোধী মন্তব্য করে এই পর্যন্ত বেশ সমালোচিত হয়েছেন রেলমন্ত্রী সুরঞ্জিত। এবার ঢাকায় ব্লগার ও প্রকাশক খুনের ঘটনায় আবারো ধর্ম অবমাননাকর মন্তব্য করলেন সুরঞ্জিত। দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে তিনি বললেন, “জামাত শিবিররাই এসব খুন খারাবি করে দেশে অরাজকতা সৃষ্টি করছে। তাই সর্বপ্রথম দেশের সব মসজিদ মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিতে হবে। যতদিন পর্যন্ত দেশে ধার্মিকতা থাকবে, ততদিন পর্যন্ত অরাজকতা থামানো যাবেনা।”
সুরঞ্জিতের এই কথাটির বিরুদ্ধে আওয়ামীলীগের অন্যান্য মন্ত্রীরাও ঘৃণাপ্রকাশ করেছেন। অনেকেই বলছেন, “পাগলের মন্তব্য শুনে কি লাভ। ও তো একটা পাগল।” এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানদের এরকম মন্তব্যের বিপরীতে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
পরিশেষে আমার বক্তব্য,
মসজিদ মাদ্রাসার জন্য খুন হয় না বরং মাদ্রাসাভিত্তিক প্রকৃত ঙ্গানের অভাবে এইরূপ হয়,
আমাদের সরকারে উচিত মাদ্রাসায় যেনো সঠিক ইসলাম চর্চা করা হয় সেই দিখে খেয়াল রাখা........!!
ইসলাম কখনই জঙ্গিবাদ-এর ধর্ম নয় বরং শান্তির ধর্ম।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন