এবারের ১৬ই ডিসেম্বরের মর্মকথা আরো সম্প্রসারিত।।
বিজয়ের ৪৪ বছর পর এই প্রথম ছিটমহল বাসিন্দারা তারা ছিটমহল বাসিন্দা হিসাবে নয় বরং বাঙালী হিসাবে প্রথম বিজয়ের দিনটি স্মরণ করছে.......!!
এবারের সরকারের শত খারাপ ও ভালো কাজের মধ্যে এটা অবশ্যই এক সফলতা ✌✌✌
মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা প্রতিটি জীবিত ও মৃত মানুষের জন্য আমার শ্রদ্ধা, সম্মান ও দোয়া রহিল।☺☺☺
যারা বেঁচে আছেন তাদের নেক আয়ু এবং মৃত্যুদের জান্নাত দান করুক,মহান সৃষ্টিকর্তা আল্লাহ তা'য়ালা.....!!🌴🌴🌴
আমাদের শুধু একটি মাত্র দিন বা হাতে গোনা কয়দিন তাদের স্মরণ করা উচিত নয় বরং বছরের ৩৬৫ দিন তাদের স্মরণ করা উচিত.......!!👌👌👌
আমি তখন খুশি হই যখন দিবস ব্যতীত কাউকে দেশ ও মুক্তিযোদ্ধা নিয়ে লেখা হয়,
সর্বদা আমরা মুক্তিযুদ্ধ নিয়ে চর্চা করলে বাহিরের দেশের সামনে আমাদের অন্য ধরণের ইমেজ তৈরি হবে.......!!👏👏👏
গণ মাধ্যম,সামাজিক মাধ্যম,লেখালেখি করার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধ নিয়ে নিজে জেনে মত বিনিময় করতে পারি,
ফেইসবুক অবশ্যই এখন শ্রেষ্ঠ সামাজিক মাধ্যম হিসাবে বিবেচিত, এটাও মুক্তিযুদ্ধ বিশেয়ক লেখালেখি করার উত্তম মাধ্যম।।🎓🎓🎓
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন