"আলবিদা ক্লাসরুম,
আলবিদা ঢাকা সিটি কলেজ"
মোঃশরীফুল ইসলাম শান্ত
ক্রিং ক্রিং ঘন্টা বাজলো,
বেজে উঠেছিল ঘন্টা,
শুরু হয়েছিল কলেজ জীবন,
শিক্ষার দশ বছরের সাধনার পর।
কোন কলেজে পড় তুমি?
ঢাকা সিটি কলেজ,
কোন সেকশনে পড় তুমি?
সে যে প্রতিভাবান কর্মাস সেকশন A,
যার শিক্ষক-শিক্ষিকা বন্ধু-বান্ধব,
সব যে প্রতিভা ভরপুর,ঙ্গানভান্ডার, রসে রসাত্নক,মজার মহান মানুষ।
এখন বলবো আমাদের কর্ণদার ওরা তের জন সেরা শিক্ষক আর,
আমাদের কলেজ সেরা সেকশন আটাত্তর জন বন্ধুসহ কলেজের সবার ইতিকথা।
কলেজ জীবনের সব থেকে সেরা মহাপুরুষ ,
সে যে আমাদের দা গ্রেট স্যার শামসুল আরেফিন চৌধুরী স্যার ,
তিনি আমাদের দেখিয়েছেন পথ,
জাগিয়েছেন সত্য কথা বলার সাহস,
করেছেন মানবসেরা,
সে যে কবি সাহ্যিতিক,
তার লেখায় কথায় আছে প্রাণ,
তার তুলনা কিছু দিয়ে হয় না,
তার প্রতি কথা আমাদের কাছে এক একটি বাণী।।
কলেজ জীবনের আরেক বড় পাওয়া,
সে যে ওয়ালীউল্লাহ স্যার,
তিনি খুব বাস্তববাদী মানুষ,
তার রয়েছে অদম্য ক্ষমতা যেভাবে
তিনি তার পরিবারকে একাই তুলে এনেছেন,
তিনি যে ঙ্গানের ভান্ডার,
সে যে হিসাববিঙ্গান রাজা।।
কলেজ জীবনে পেয়েছি আমরা সেকশন A - বাসী,
সে যে খালেকুজ্জামান স্যার,
তিনি মহান, আদর্শ আমাদের কাছে,
সে স্মরণীয় হয়ে থাকবে চিরকাল।
এই স্বল্প সময়ে আরেকজন শিক্ষা গুরু পাওয়া,
সে যে আমাদের মাঈনউদ্দিন স্যার,
তিনি খুব ব্যস্থ মানুষ তবে,
যতটুকু পেয়েছি তাকে মোরা,
দিয়েছিন সব উজাড় করে।।
এই শেষ মুহূর্তে স্বরণ করি,
আমাদের পারভিন সুলতানা ম্যাডামের কথা,
আমরা সবায় শিখেছি ম্যাডাম,
কিভাবে লড়ায় করতে হয় যখন আপন মানুষ লড়ে মৃত্যুর সাথে,
আপনি হাড়বেন না আমরা জানি,
আপনি জয়ী হবেন আপন শক্তিতে,
শিখেছি ম্যাডাম, পেয়েছি ম্যাডাম, লড়াই করার সাহস।।
এই অন্তিম সময়ে খুব সম্মানের সাথে মনে পড়ে,
ইউসুফ আলী চৌধুরী স্যারের কথা,
তিনি যে বাংলার ভূমিতে ইংরেজী সেরা,
তিনি দেখিয়েছেন পথ কিভাবে মানব সভ্যতা থাকতে পারে শান্তিময়।
কলেজ জীবনে আরেক পাওয়া,
সে যে আমাদের আহমেদ শরিফ স্যার,
সে মাঝে মাঝে যে কথা গুলো বলতো,
তা হৃদয়ে থাকবে আজীবন ধরে,
যেমন একটা আহমগরা ঠেকে শিখে, বুদ্ধিমানরা দেখে।।
এই বিদায় ঘন্টার বাজার আগে পড়ে যায় মনে,
আমাদের ভালোবাসার মাহবুব স্যারকে,
কলেজ জীবনে সব থেকে বেশি জ্বালিয়েছি আপনাকে,
চাই ক্ষমা,মাপ করে দিবেন আমাদেরকে,
আমরা মজা না করলে করতেন আপনি,
তাই ত ভালোবেসে আজ সবায় এক সাথে বলবো "আ",
সারা জনম মনে রাখবো আপনাকে,
যা ঙ্গান দান করেছেন তা দিয়ে সফলতার প্রান্তে
যেতে পারবো মোরা ইনশা আল্লাহ।।
কলেজের শেষ দিকে আরেক পাওয়া সাবিহা ম্যাম,
আপনি পড়িছেন মোদের অনেক যত্নে,
করেন নি প্যাক্টিকালে জ্বালাতন,
করেছি একটু আকটু ফাজলামি,
করবেন ক্ষমা রাখবো মনে আপনাকে সারা জনম ধরে।
আমাদের যাওয়ার সময় আরেক ভালোবাসার নাম,
আনোয়ার স্যার,
আপনি রসে রসাত্নক,
আপনার কথায় রয়েছে রস,
আপনার নীতি কথা গুলো থাকব মনে আজীবন।
কলেজবাসীর শেষ প্রান্তে,
আরেক প্রিয় শিক্ষকের নাম আবদুর রাজ্জাক,
আপনি দিয়েছেন আমাদের ভালোবাসা,
পড়িয়েছেন অতি যত্নে।
আমাদের কলেজ জীবনের শেষ মুহূর্তে,
মনে পড়ে মুশিউর স্যার আপনাকে,
আপনার থেকে পেয়েছি শিক্ষা,
যা করবে আমাদের সাহায্য, আগীমর সময়ে।
এই যে শেষ লগনে শেষ অন্তিম সময়ে,
পড়ে মনে যায় আমাদের Young Star গাইড টিচার কামরুল স্যার আপনাকে,
আপনি এই দেড় বছরে দেন নি আমাদের মনে ব্যথা,
আগলিয়ে রেখেছেন আমাদের সবায়কে,
থাকবেন আপনি মনে সারা জনম আমাদের এই হৃদয়ে।।
এছাড়াও আমরা সবায় মনে করি সব Proxy Class নিতে আসা স্যার-ম্যাডামসহ,
যারা আমাদের ক্লাস নিয়েছেন এবং পড়ে বদলি হয়েছেন,
তারা আমাদের উজাড় করে ভালোবেসেছে আমরা ভেসেছি ভালো তাদেরকে।।
আমরা বড় ছোট সবায় এক সাথে মনে করি,
প্রয়াত হাফিজ স্যারকে,
এখন এই সম্রাজ্যের দায়িত্বে শাহজাহান স্যার,
তিনি হাফিজ স্যারকে আদর্শ হিসাবে রেখে,
এগিয়ে নিয়ে যাবেন সিটি কলেজের সবায়কে সাফল্যের পথে।।
ক্রিং ক্রিং ঘন্টা বাজার সাথে সাথে,
যেভাবে হয়েছে শুরু আমাদের কলেজ জীবনের,
সেইভাবে আজ ইতি হবে একই ভাবে কলেজের খনিক সময়ের।।
বন্ধু-বান্ধব তোদেরকে শেষ দেড় বছর,
নিয়েছি পরিবারের সদস্যের মতন করে,
তোদের পাশে কাটিয়েছি সময় যা কাটাই নি পরিবারের সাথে।
আমাদের সকলের কলেজ জুড়ে রয়েছে অনেক বন্ধু-বান্ধবী,
আরও রয়েছে সব শিক্ষক-শিক্ষিকা,
আরো রয়েছে আমাদের অতি যত্নে রাখা কর্মাচারীগণ,
সবায়কে আমরা ভালোবেসেছি হৃদয়ের মধ্য থেকে,
দেয় নি মনে আঘাত,
তবুও যদি মনে কষ্ট পাও করিও ক্ষমা এই সেকশন - A বাসী প্রতিভা ভরপুর ছেলেদের।
দোস্ট,
তোদের সাথে করেছি অনেক মজা,
তোরা সবায় মনে থাকবি আমার স্মৃতির পাতায়।।
সময় যাচ্ছে চলে,
সময় যাচ্ছে চলে,
আজ এই বিদায়ের দিন,
তারপরে তোদের সাথে হবে না আর আড্ডা ক্লাসরুমে,
হবে না আড্ডা কলেজ ক্যান্টিন ক্যাম্পাসে,
জমবে না আর আড্ডা হ্যাপি আর্কিডের সামনে,
করা হবে না ক্লাস, সেই সেরা শিক্ষক শিক্ষিকার সাথে।।
আলবিদা ক্লাসরুম ৫২২,
আলবিদা সেকশন A,
আলবিদা ঢাকা সিটি কলেজ,
পারিবো না ভুলিতে তোদের,
মরিবার আগে।।