বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬

"মা গো আজ শুনা যায় না, সেই ঘুমপাড়ানিয়া গান''_

______"মা গো আজ শুনা যায় না,
                        সেই  ঘুমপাড়ানিয়া গান"______
              মোঃশরীফুল ইসলাম (শান্ত)

             খোকা ঘুমালে তুমি শুনাতে,
       কতই না সুন্দর ঘুম পাড়ানিয়া গান।
                    খোকা ঘুম যা তুই,
   না ঘুমালে বর্গীরা এসে নিয়ে যাবে তোকে,
         বলতে তুমি কতই না ভয় দেখিয়ে।।

              আজ খোকা ঘুমানোর সময়,
       শুনতে পায় না তোমার গানের শ্রুতি।
        তোমার হাতের ছোঁয়া পায় না খোকা,
           যা ভুলাতো সব মান অভিমান।।

                       খোকা বড় হয়েছে,
                              ও মা গো,
                       খোকা বড় হয়েছে,
           কথাটা বলে তুমি দেও আজ ফাঁকি।।

                  আজ শুনা যায় না মা গো,
                 ঘুমের সময় তোমার হাসি,
                   হেসে হেসে বলতে তুমি,
                   চাঁদ মামা টিপ দিয়ে যা,
             চাঁদের কঁপালে চাঁদ টিপ দিয়ে যা।।

                          মা গো ও মা,
        তোমার খোকা যে আজও শুনতে চায়,
         তোমার মুখের সেইসব অমূল্য বাণী,
        যা শুনে খোকা ঘুমাবে তোমার কোলে,
                      দেখবে জগতবাসী।।

                             ও মা গো,
                      খোকা বড় হয়েছে,
                            ও মা গো,
                      খোকা বড় হয়েছে,
              কিন্তু মায়ের কাছে খোকা চায়,
                 যা পেতো সে ছোট বেলায়।
                          শুনতে চাই মা,
                ঘুম পাড়ানিয়া গান আবার-
              তোমার কোলে মাথা রেখে,
            যা ভুলাবে সব মান অভিমান।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন