★বাহ্ বাহ্ ভূমিকম্প হয়েছে তালি তালি,
★ভূমিকম্পের কারণে এপার্টমেন্টের মেয়েদের আসল রূপ দেখতে পারছি,
★ভূমিকম্প ভাল লাগছে,
★ভূমিকম্পের কারণে Clash Of Clans (CoC) war এ ঠিক মত Attack দিতে পারছি,
★আল্লাহ্ বাংলাদেশের উপর CoC এর Earth Quake Spell ফালাইছে,
★ভূমিকম্প হইলে দোলনার মত দোলা যায়,
★ভূমিকম্প Love you First Time তোমার অনুভূতি পেয়েছি,
★ভূমিকম্প প্রতিদন হও,তাহলে ফজরের নামাজ পড়তে পারবো,
★ভূমিকম্প তোমারে এবারো টের পেলাম না আমাদের মাঝে আবার ফিরে আসো।
আরো কত কি ধরণের স্টাটাস পোস্ট ভূমিকম্পের পর দেখা যায় ।
ছেলে মেয়েরা ভূমিকম্পের পর এইভাবেই তাদের Feeling Share করে আজকের দিনে সব থেকে বড় ও জনপ্রিয় গণ মাধ্যম ফেইসবুকে।।
ভাই ও বোন,
ভূমিকম্প হলে কি হয় জানো?
কারো মাথা ফাটে,
কারো শরীরের রড ডুকে যাই,
কেউ কেউ সিঁড়ি দিয়ে নামার সময় হাত পা ভাঙ্গে,
কারো শরীরের উপর বিল্ডিংটা ধস নামে ও সবাই মারা যায়।।
অনেকে বলবেন আমি এই ব্যাপারে নাক না গলালেই ভালো হতো,
আমি বলবো ভাই বোন,
এইসব নিয়ে সমলোচনা হওয়া প্রয়োজন এতে কি হবে জানেন?
আমাদের যুবক যুবতিদের চিন্তা ধারণা ব্যাপক পরিবর্তন হবে।
অনেকে বলবেন ফেইসবুকে মজা করে লেখে তারা,
ভাই বোন,
মৃত্যু নিয়ে কি মজা করার কি উচিত।।
হুম ভাই বোন আমাদের এই জায়গা থেকেই পরিবর্তন হতে হবে তবে দেখা যাবে যে বাঙালির মূল্যবোধের অবক্ষয় কথাটা আর কেউ বলছে না।।
আমি তাদের ব্যাপারে বললাম না,
যারা শুকরিয়া আদায় করে এবং অন্যের খবর নেই ফেইসবুকের মাধ্যমে,এটা কিন্তু পজেটিভ জিনিস কেননা তা হচ্ছে সামাজিক দায়িত্ববোধ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন