বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬

"মা গো আজ শুনা যায় না, সেই ঘুমপাড়ানিয়া গান''_

______"মা গো আজ শুনা যায় না,
                        সেই  ঘুমপাড়ানিয়া গান"______
              মোঃশরীফুল ইসলাম (শান্ত)

             খোকা ঘুমালে তুমি শুনাতে,
       কতই না সুন্দর ঘুম পাড়ানিয়া গান।
                    খোকা ঘুম যা তুই,
   না ঘুমালে বর্গীরা এসে নিয়ে যাবে তোকে,
         বলতে তুমি কতই না ভয় দেখিয়ে।।

              আজ খোকা ঘুমানোর সময়,
       শুনতে পায় না তোমার গানের শ্রুতি।
        তোমার হাতের ছোঁয়া পায় না খোকা,
           যা ভুলাতো সব মান অভিমান।।

                       খোকা বড় হয়েছে,
                              ও মা গো,
                       খোকা বড় হয়েছে,
           কথাটা বলে তুমি দেও আজ ফাঁকি।।

                  আজ শুনা যায় না মা গো,
                 ঘুমের সময় তোমার হাসি,
                   হেসে হেসে বলতে তুমি,
                   চাঁদ মামা টিপ দিয়ে যা,
             চাঁদের কঁপালে চাঁদ টিপ দিয়ে যা।।

                          মা গো ও মা,
        তোমার খোকা যে আজও শুনতে চায়,
         তোমার মুখের সেইসব অমূল্য বাণী,
        যা শুনে খোকা ঘুমাবে তোমার কোলে,
                      দেখবে জগতবাসী।।

                             ও মা গো,
                      খোকা বড় হয়েছে,
                            ও মা গো,
                      খোকা বড় হয়েছে,
              কিন্তু মায়ের কাছে খোকা চায়,
                 যা পেতো সে ছোট বেলায়।
                          শুনতে চাই মা,
                ঘুম পাড়ানিয়া গান আবার-
              তোমার কোলে মাথা রেখে,
            যা ভুলাবে সব মান অভিমান।।

সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

ভূমিকম্প ও ফেইসবুকের আজব স্টাটাস।।

★বাহ্ বাহ্ ভূমিকম্প হয়েছে তালি তালি,
★ভূমিকম্পের কারণে এপার্টমেন্টের মেয়েদের আসল রূপ দেখতে পারছি,
★ভূমিকম্প ভাল লাগছে,
★ভূমিকম্পের কারণে Clash Of Clans (CoC) war এ ঠিক মত Attack দিতে পারছি,
★আল্লাহ্ বাংলাদেশের উপর CoC এর Earth Quake Spell ফালাইছে,
★ভূমিকম্প হইলে দোলনার মত দোলা যায়,
★ভূমিকম্প Love you First Time তোমার অনুভূতি পেয়েছি,
★ভূমিকম্প প্রতিদন হও,তাহলে ফজরের নামাজ পড়তে পারবো,
★ভূমিকম্প তোমারে এবারো টের পেলাম না আমাদের মাঝে আবার ফিরে আসো।

আরো কত কি ধরণের স্টাটাস পোস্ট ভূমিকম্পের পর দেখা যায় ।
ছেলে মেয়েরা ভূমিকম্পের পর এইভাবেই তাদের Feeling Share করে আজকের দিনে সব থেকে বড় ও জনপ্রিয় গণ মাধ্যম ফেইসবুকে।।

ভাই ও বোন,
ভূমিকম্প হলে কি হয় জানো?
কারো মাথা ফাটে,
কারো শরীরের রড ডুকে যাই,
কেউ কেউ সিঁড়ি দিয়ে নামার সময় হাত পা ভাঙ্গে,
কারো শরীরের উপর বিল্ডিংটা ধস নামে ও সবাই মারা যায়।।

অনেকে বলবেন আমি এই ব্যাপারে নাক না গলালেই ভালো হতো,
আমি বলবো ভাই বোন,
এইসব নিয়ে সমলোচনা হওয়া প্রয়োজন এতে কি হবে জানেন?
আমাদের যুবক যুবতিদের চিন্তা ধারণা ব্যাপক পরিবর্তন হবে।

অনেকে বলবেন ফেইসবুকে মজা করে লেখে তারা,
ভাই বোন,
মৃত্যু নিয়ে কি মজা করার কি উচিত।।

হুম ভাই বোন আমাদের এই জায়গা থেকেই পরিবর্তন হতে হবে তবে দেখা যাবে যে বাঙালির মূল্যবোধের অবক্ষয় কথাটা আর কেউ বলছে না।।

আমি তাদের ব্যাপারে বললাম না,
যারা শুকরিয়া আদায় করে এবং অন্যের খবর নেই ফেইসবুকের মাধ্যমে,এটা কিন্তু পজেটিভ জিনিস কেননা তা হচ্ছে সামাজিক দায়িত্ববোধ।।