সংগঠনঃ শিশু মেধা সম্পদ সংরক্ষণ ফাউন্ডেশন
স্থানঃ সংসদ ভবনের সামনে
সভাপতিত্ব সঞ্চলনা সবঃ বন্ধুদের নিয়ে গড়া ফাউন্ডেশন,
সরকারি তিতুমীর কলেজ,
সময়ঃ ৫টা তারিখঃ ৬ জুন ২০১৮ইং
স্থানীয় পুলিশের সহযোগিতা ছিল,
ছিন্নমূল পথশিশুদের ঈদের পোশাক বিতরণ আলহামদুল্লিলাহ্...
মহান করুণাময় আল্লাহ্ তা'য়ালার অশেষ কুদরতে এত রোদ্দুর অপেক্ষা করে রোজা রেখে ছোটদের নিয়ে আমাদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়া সফল হয়েছে....
সবাইকে আবারও ধন্যবাদ পরিশ্রম+আর্থিক সহযোগিতা করার মাধ্যমে আমাদের পথশিশুদের মাঝে ঈদ আনন্দ কর্মসূচি সফল করার জন্য...
৬ জন মেয়েকে ফ্রগ ও ২০ জনকে টি-শার্ট এবং জিন্স প্যান্ট দিয়েছিলাম
আমরা আমাদের সাধ্যমত শিশুদের ঈদ উপহার দিয়েছি,
তোমরা সবাই তোমাদের জায়গা থেকে যদি একটি করে পোশাক কিনে দেও তোমার ঈদ বাজেট থেকে তবে একজন শিশুরও এবারের ঈদ মন খারাপ করে কাটবে না...
সবাই পথশিশু নামক শব্দটি মুছে ফেলতে নিজ নিজ জায়গা থেকে শিশুদের পাশে দাঁড়ান...
মনে রাখবেন,
আমাদের স্লোগান আমাদের শক্তি
"এক একজনের সমর্থন,
হাজারও শিশুর স্বপ্ন পূরণ। "
ভবিষ্যতে শিশুদের নিয়ে বড় পরিসরে কাজ করার ইচ্ছা আছে,
সবার সহযোগিতা কাম্য,
সবাই এগিয়ে আসলে যে যার জায়গা থেকে বাংলাদেশে শিশু থাকবে তবে পথ শিশু বলে কিছু যে ছিল তা থাকবে না, মাদকের দিকে বা অবৈধ কাজে লিপ্ত হবে না তারা।
মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
শিশু মেধা সম্পদ সংরক্ষণ ফাউন্ডেশনের পথশিশুদের মাঝে ঈদের জামা শার্ট প্যান্ট বিতরণ
লেবেলসমূহ:
Child Intellectual Property Save Foundation
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন