"ঢাকাইয়া মানুষ ভুইলা যাইতেছেরে
একদিন বাংলাদেশে কারেন্ট যাইতোরে।"
বিদুৎ অথাৎ কারেন্ট না যাওয়ার ইফেক্ট.............
→আগের মত কারেন্ট গেলে রাস্তায় নামা হয় না।
→আগের মত রাতে কারেন্ট গেলে কানামাছি, ছোয়াছুয়ি, কুমির ডাঙা, লুকোচুরি(পলানটিস) আরে কত কি খেলা ভুলে যাচ্ছে নতুন প্রজন্ম যা আমরা ছোট বেলায় খেলে ছিলাম।
→রাতে ছাদে যেয়ে আড্ডা দেওয়া হয় না।
→রাতে কাউকে অন্ধকারে ভয় দেখানো হয় না।
→বাসায় মোমবাতি জ্বলে না।
→বাসার চার্জ লাইট গুলোর ব্যাটারি ড্যাম হয়ে যাচ্ছে তা না চলানোর ফলে।।
বাঙালির শৈশব হারিয়ে যাচ্ছে কারেন্ট না যাওয়ার ফলে আমাদের সরকারের উচিত বাসা বাড়িতে কমপক্ষে এক ঘন্টার জন্য হলেও লোডসিডিং রাখা তবে হারিয়ে যাবে না বাঙালির ঢাকার কারেন্ট না থাকার সময়ের শিল্পচর্চা।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন