শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

স্বাধীনতা পেয়েও পাইনি আমি

স্বাধীনতা পেয়েও পাইনি আমি
মোঃ শরীফুল ইসলাম (শান্ত)

স্বাধীনতা পেয়েও পাইনি আমি,
আমার দেশের নির্বাচন মানে খুন।
স্বাধীনতা পেয়েও পাইনি আমি,
আমার দেশে স্বাধীন নয় আমার মা বোন।

স্বাধীনতা পেয়েও পাইনি আমি,
আমার বোন হয় ধর্ষিত ।
স্বাধীনতা পেয়েও পাইনি আমি,
বোনের ধর্ষকের হয় না বিচার এই বঙ্গদেশে।

স্বাধীনতা পেয়েও পাইনি আমি,
যারা ভাঙ্গে নিজের কলেজ নিজে।
স্বাধীনতা পেয়েও পাইনি আমি,
দোষ না করে মূল দোষী আমি।

স্বাধীনতা পেয়েও পাইনি আমি,
যে দেশের বন্ধু দেশ বলে করে গুটিবাজি।
স্বাধীনতা পেয়েও পাইনি আমি,
প্রতিবেশি দেশ সুযোগ পেলে দেয় আমাদের বাঁশ।

স্বাধীনতা পেয়েও পাইনি আমি,
যেখানে ক্রিকেটে আনি রাজনৈতি।
স্বাধীনতা পেয়েও পাইনি আমি,
আমার দেশের নির্দোষী বোলার আজ দোষী।

স্বাধীনতা পেয়েও পাইনি আমি,
বাঙালীদের কন্ঠে ইংরেজি গান।
স্বাধীনতা পেয়েও পাইনি আমি,
বিকৃতি হচ্ছে আমার দেশের গান।

স্বাধীনতা পেয়েও পাইনি আমি,
জনপ্রিয় হওয়ার জন্য করে খারাপ কাজ।
স্বাধীনতা পেয়েও পাইনি আমি,
অযোগ্য লোক নেয় হাতে দায়িত্ব।

স্বাধীনতা পেয়েও পাইনি আমি,
রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের চেষ্টা।
স্বাধীনতা পেয়েও পাইনি আমি,
হুজুরদের ছোট করে দেখা।

স্বাধীনতা পেয়েও পাইনি আমি,
ফেইসবুকে নিজের মত প্রকাশ করলে দোষ।
স্বাধীনতা পেয়েও পাইনি আমি,
কথায় কথায় দেখায় আমায় ৫৭ ধারার ভয়।

স্বাধীনতা পেয়েও পাইনি আমি,
মুক্তিযোদ্ধা হয় খুন দেশে,
স্বাধীনতা পেয়েও পাইনি আমি,
ধর্মযাজকদের নেই কোন নিরাপত্তা।

স্বাধীনতা পেয়েও পাইনি আমি,
বইমেলায় নিরাপদ নয় লেখক।
স্বাধীনতা পেয়েও পাইনি আমি,
মুক্তমনে লেখলে কাটা হয় গলা।

স্বাধীনতা পেয়েও পাইনি আমি,
যে বলে সকাল এক রাতে আরেক কথা।
স্বাধীনতা পেয়েও পাইনি আমি,
এক দল দেয় আরেক দলকে দোষ।

স্বাধীনতার মোড়কে আজ কি আমরা পরাধীন?
প্রশ্ন করে যায় মন সারা দিন রাত বেলা।।

মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

একদিন ঢাকায় কারেন্ট যাইতোরে

"ঢাকাইয়া মানুষ ভুইলা যাইতেছেরে
         একদিন বাংলাদেশে কারেন্ট যাইতোরে।"

বিদুৎ অথাৎ কারেন্ট না যাওয়ার ইফেক্ট.............

→আগের মত কারেন্ট গেলে রাস্তায় নামা হয় না।

→আগের মত রাতে কারেন্ট গেলে কানামাছি, ছোয়াছুয়ি, কুমির ডাঙা, লুকোচুরি(পলানটিস) আরে কত কি খেলা ভুলে যাচ্ছে নতুন প্রজন্ম যা আমরা ছোট বেলায় খেলে ছিলাম।

→রাতে ছাদে যেয়ে আড্ডা দেওয়া হয় না।

→রাতে কাউকে অন্ধকারে ভয় দেখানো হয় না।

→বাসায় মোমবাতি জ্বলে না।

→বাসার চার্জ লাইট গুলোর ব্যাটারি ড্যাম হয়ে যাচ্ছে তা না চলানোর ফলে।।

         বাঙালির শৈশব হারিয়ে যাচ্ছে কারেন্ট না যাওয়ার ফলে আমাদের সরকারের উচিত বাসা বাড়িতে কমপক্ষে এক ঘন্টার জন্য হলেও লোডসিডিং রাখা তবে হারিয়ে যাবে না বাঙালির ঢাকার কারেন্ট না থাকার সময়ের শিল্পচর্চা।।