#Flash_Back_2015
দুই হাজার পনের সাল,
বাহ্ বাহ্ সেই তো আরেক ইতিহাস,
সে তো শান্ত আর শান্তের সাথের সকলের।।
বললে প্রতিটি দিনের কথা বলতে হয় কিন্তু তা বললে হবে সীমার লঙ্গন কেননা আমি তোমাদের এতো সময় নষ্ট করার কেউ না যা বলবো তা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ স্মৃতিচারণ আশা করি সবাই পাশে থাকবেন কয়েক মিনিটঃ-
এই বছরের কথা বললতে গেলে প্রথমেই আমার প্রিয় ঢাকা সিটি কলেজের নাম চলে আসে,
কলেজের স্মৃতি অনেক মধুর সম্পূর্ণ বছর আমার পাশে ছিল সব বন্ধু যাদের নাম উল্লেখ করলাম না কেননা তাদের নাম আমি হৃদয় দিয়ে উপলব্দি করতে ভালোবাসি।।
এই বছর আমাকে সিটি কলেজের সব বন্ধু ফলোয়ার সার্পোটার শুভাকাঙ্ক্ষী ছোট ভাই থেকে শুরু করে আমার হেটারসদের নিয়ে এই বছর চলে গেছে।।
অনেক ভালোবাসা পেয়েছি,ভালোবেসে দেওয়া নাম শান্ত বস সব থেকে বেশী জ্যোতি ছড়িয়েছে এই বছর।।
আমি ভালোবাসা পেতে ভালোবাসি কারো থেকে সর্বোচ্ছ ভালোবেসেছে এবং পেয়েছি কেউ আমার ভালোবাসাকে ভুল বুঝেছে তা নিতান্ত তাদের একান্ত ব্যাপার।।
এই বছর সব ভাই বোনের জন্মদিন থেকে শুরু করে মা বাবার ২১ বছরের দাম্পত্য জীবন পালন করা ছিল উল্লেখযোগ্য অনুষ্ঠান।।
এই বছরে কলেজের শিক্ষকদের সাথে হয়েছে অন্তরে অন্তরে অাত্বীক সম্পর্ক।।
এই বছরের কলেজ জীবনের শেষ ক্লাস করা হয়ে গেছে যা ছিল খুব স্মৃতিময় এবং সেই শেষ ক্লাসে আমি আমার লেখা এবং আবৃতি করা কবিতা "আলবিদা ক্লাসরুম" কবিতাখানা দেশসেরা ১৩ জন শিক্ষক ও সব বন্ধুদের নিয়ে লেখি যা তাদের সামনে বলি।।
এই বছররের ঈদ-উল-ফিতর ছিল খুব স্মরণীয় কেননা তা অতিবাহিত করেছি জেলার রাজা নোয়াখালী এবং নোয়াখালীর মানুষদের সাথে।।
প্রতিটা সময়ের ভেতর কিছু কিছু ঘটনা ছিল আমার জীবনের ঐতিহাসিক ঘটনা,যা ভুলিবার নয়।।
ভাই বোনের মা বাবার পারিপাশ্বিক সকলের ভালোবাসায় আমি শান্ত সবার জন্য সর্বদা নিবেদিত।।
এই বছরের কলেজের সব থেকে ভালোবাসা পাওয়া মুখ হয়ত আমি,
আর আমি সবার কাছে ঋণী তাদের এই অমূল্য ভালোবাসা দেওয়ার জন্য।।
এই বছরে আমাকে নিয়ে অনেকে অনেক কিছু লেখেছে কেউ ভালো কেউবা মন্দ,
আমি বলবো আমার কাজ মানুষ,দেশকে ভালোবাসা এবং তাদের জন্য কাজ করা এতে মন্দের কিছু থাকলে আমি আর কি বলবো।।
এই বছর আমার লেখা,সুর ও গাওয়া গান "প্রতিভার নৌকা সিটি কলেজ যায়" এই গানটা নিয়ে দেশ জুড়ে আলোচনা + সমলোচনা হয়েছে ফেইসবুকসহ বাস্তবিক জীবনে।।
আমার গানের লক্ষ্য ছিল বিনোদন+বাস্তবিক কলেজ জীবন নিয়ে গান।।
অনেক ভালোবাসা পেয়েছি বড় ছোট সমবয়সী সবার থেকে, আমি শুধু তোমাদের জন্য বলবো আজীবনে আমিও তোমাদের জন্য দেশের জন্য কাজ করে যাবো।।
এই বছরের শেষ সময়ে একজন ভালোবাসার মানুষ তার ভালোবাসায় আমাকে সিক্ত করেছে।।
সব মিলিয়ে স্মৃতিময় ঐতিহাসিক দুই হাজার পনের সাল।।
সবার জীবন সুখময় হোক,
এই বছরের দুঃখ ভুলে,
সুখকে সঞ্চয় করে সামনের বছর এগিয়ে যাও তোমরা সবাই এই আমার মনবাসনা।।
আমার লাভারসরা তোমরা আমায় ভালোবাসো আমিও তোমাদের অনেক ভালোবাসি।।
আমার সার্পোটারসরা তোমরা আমাকে সার্পোট করো করে যাও যতদিন পর্যন্ত আমি তোমাদের জন্য কাজ করবো।।
আমার ফলোয়ারসরা তোমরা আমার সব ভালো দিক গুলো নিজের বিবেককে প্রশ্ন করে তবে ফলো করো, আমার কোনো খারাপ কিছু তোমাদের ফলোও করতে হবে না।।
আমার বন্ধুগণ তোরা তো তোরাই,এক একজন সেরা মানুষ,তোদের জন্য অনেক ভালোবাসা।।
আমার শুভাকাঙ্ক্ষীরা তোমাদের ভালো পরামর্শ অামার অনেক কাজে লাগে,
তোমরা আমার কাছে খুব দামী ।।
আমার হেটারসরা তোমাদের ভালো সমলোচনা আমার খুব কাজে লাগে তবে যারা ভুল বুঝো আমাকে তোমাদের জন্য বলবো তোমরা ভুল করছো কেননা শান্ত তোমাদের অনেক ভালোবাসে তোমাদের ভুল ভাঙ্গলে অবশ্যই তোমরা শান্তকে ভালোবাসবা সেই কামনায় রইলাম নতুর বছরে।।
মহান সৃষ্টিকর্তা ছাড়া আমি কিছুই না,
আল্লাহ্ তুমি সবসময় আমার পাশে থেকে এবং আমার ভালো নিয়ত গুলো পূরণ কইরো।।
শান্ত অনেক অনেক অনেক ভালোবাসে তার এই ছয় প্রকারের মানুষদের জন্য,
#My_Lover <3
#My_Supporters <3
#My_Followers <3
#My_Friends <3
#My_Well_Wishers <3
#My_Haters <3
#Love_You_Almighty_Allah.