____♥♥____"ভালোবাসার ফুল"____♥♥_____
মোঃশরীফুল ইসলাম শান্ত
লেখক লেখে কলমে,
গায়ক গান গাই সুরে,
প্রেমিক ভালোবাসে মনে।
কলম সুর মন,
মিলে হয় কসম।
কসম করে ফেলো আজ,
ঠকাবে না ভালোবাসার নামে কাউকে।।
প্রেমিক প্রেমিকার মনে,
ভালোবাসার ফুল ফুটে নিমিষে।
ফুল ফুটে সবার মনে,
কেউ ফুল নিয়ে করে খেলা;
কেউবা রাখে অতি যতনে।।
এই হলো চরম বাস্তবতা,
যার নাম ভালোবাসা ।।